আমাদের শর্তাবলী

এই ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং অন্যান্য অনলাইন প্রোডাক্ট ও সার্ভিস (যেমন ইমেইল সার্ভিস, ট্রেইনিং, ইভেন্ট, মার্কেটিং সার্ভিস, রিভিউ ও মেসেজ বোর্ড এবং বিভিন্ন অনলাইন কমিউনিকেশন টুল) ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের Terms & Conditions–এ সম্মতি প্রদান করছেন।

আমাদের সেবা ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই আমাদের Acceptable Use Policy অনুসরণ করতে হবে এবং আইনসম্মত, সৎ ও দায়িত্বশীল আচরণ করতে হবে।

এই শর্তাবলী আপনার এবং MLM Software-এর মধ্যে আমাদের ওয়েবসাইট ও সেবা ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ চুক্তি হিসেবে বিবেচিত হবে।

আপনার পক্ষ থেকে পাঠানো কোনো অতিরিক্ত বা ভিন্ন ধরনের শর্ত (যেমন Purchase Order, Request for Proposal (RFP) অথবা অন্য কোনো ডকুমেন্টে উল্লেখিত শর্ত) গ্রহণযোগ্য হবে না এবং এসব শর্ত MLM Software কর্তৃক সরাসরি বাতিল ও অকার্যকর হিসেবে গণ্য হবে।

MLM Software কোনো সময় এই শর্তাবলীর কোনো অধিকার বা ধারা প্রয়োগ না করলেও ভবিষ্যতে সেই অধিকার প্রয়োগের ক্ষমতা বাতিল হয়ে যাবে না।

এখানে ব্যবহৃত সেকশন/হেডিংগুলো কেবল পড়ার সুবিধার জন্য, এগুলোর কোনো আলাদা আইনি মানে বা প্রভাব নেই।

এই শর্তাবলী মূলত শুধু আপনার এবং আমাদের (MLM Software) স্বার্থ রক্ষা করার জন্য প্রণীত, কোনো তৃতীয় পক্ষ এই শর্তের ভিত্তিতে কোনো অধিকার দাবি করতে পারবে না।

আপনি আমাদের পূর্ব লিখিত অনুমতি ছাড়া এই চুক্তি বা এর অধিকার/দায়িত্ব অন্য কারও কাছে হস্তান্তর করতে পারবেন না। একইভাবে, আমাদের অনুমতি ছাড়া আপনার পক্ষ থেকে এই Terms & Conditions অন্য কারও নামে ট্রান্সফারযোগ্য নয়।

প্রয়োজনে MLM Software যে কোনো সময় এই শর্তাবলী হালনাগাদ, সংশোধন বা সম্প্রসারণ করতে পারে। আপডেটেড ভার্সন ওয়েবসাইটে প্রকাশিত হলেই তা কার্যকর হবে।

প্রয়োজনীয় ক্ষেত্রে এই চুক্তি ইলেকট্রনিকভাবে (যেমন ওয়েব ফর্ম, চেকবক্স, ডিজিটাল কনফার্মেশন ইত্যাদি) গ্রহণ বা স্বাক্ষরিত হতে পারে এবং একাধিক কপি/ফর্মে সম্মতি প্রদান করা হলেও সব মিলিয়ে তা একটি একক, পূর্ণাঙ্গ চুক্তি হিসেবেই গণ্য হবে।