ব্লগ

মাল্টি লেভেল মার্কেটিং (MLM) বা নেটওয়ার্ক মার্কেটিং হলো এমন একটি সেলস মডেল, যেখানে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রির পাশাপাশি একটি টিম তৈরি হয় এবং সেই টিমের বিক্রির উপর কমিশন আয় করা যায়। এখানে সাধারণত ফিক্সড স্যালারির বদলে কমিশন ও বোনাসভিত্তিক ইনকাম থাকে। সঠিক প্ল্যান, স্বচ্ছ কমিশন স্ট্রাকচার এবং আইনসম্মত অপারেশনের মাধ্যমে একটি এমএলএম কোম্পানি খুব ভালোভাবে বিজনেস গ্রোথ করতে পারে।

অনেকেই এমএলএম সম্পর্কে জানতে, নতুন কোম্পানি শুরু করতে বা বিদ্যমান নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে আপডেট তথ্য, টিপস ও বাস্তব অভিজ্ঞতা খোঁজেন। টেকনোলজি যত এগোচ্ছে, এমএলএম বিজনেসও ততটাই ডিজিটাল হচ্ছে। এখন একটি প্রফেশনাল এমএলএম সফটওয়্যার ছাড়া বড় টিম ম্যানেজ করা প্রায় অসম্ভব। আমাদের ব্লগে আমরা এমএলএম সফটওয়্যার, প্ল্যান, লিগ্যাল ইস্যু, পেমেন্ট সিস্টেমসহ বিভিন্ন দিক নিয়ে সহজ ভাষায় লিখি।

এমএলএম ইন্ডাস্ট্রির ভেতরের কাজকর্ম, ইনকাম প্ল্যান, টিম ম্যানেজমেন্ট, সফটওয়্যার সিলেকশন—এসব বিষয় নিয়ে সঠিক গাইডলাইন পাওয়া খুব জরুরি। তাই আমরা নিয়মিতভাবে আর্টিকেল, গাইড, চেকলিস্ট ও প্র্যাকটিক্যাল টিপস প্রকাশ করি, যাতে আপনি আপনার এমএলএম কোম্পানি বা টিমকে আধুনিক ও প্রযুক্তিনির্ভরভাবে গড়ে তুলতে পারেন। আমাদের ব্লগ ফলো করলেই এমএলএম সফটওয়্যার ও নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আলাদা কোথাও খুঁজতে হবে না।

MLM Software BD ব্লগ

আমরা যা অফার করি

আমরা সম্পূর্ণ কাস্টমাইজড এমএলএম সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস অফার করি, যেখানে আপনার কোম্পানির প্ল্যান, কমিশন স্ট্রাকচার, র‌্যাঙ্ক, বোনাস, পুল ইনকামসহ সবকিছু সফটওয়্যারে অটোমেটেড থাকে। সিকিউর ডাটাবেস, ডিটেইলড রিপোর্ট, ই-ওয়ালেট, ইনকাম হিসাব, পেআউট, স্টক ও সেলস ম্যানেজমেন্ট—সবকিছু এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই আমাদের লক্ষ্য। সাথে থাকে টেকনিক্যাল সাপোর্ট ও প্রয়োজন অনুযায়ী আপডেট সুবিধা।

আপনি নতুন এমএলএম কোম্পানি শুরু করুন বা আগের সিস্টেম আপগ্রেড করতে চান—আমরা প্ল্যান অ্যানালাইসিস থেকে শুরু করে লাইভ সার্ভারে সফটওয়্যার ডেপলয়মেন্ট পর্যন্ত একসাথে কাজ করি। ওয়েব বেসড প্যানেল, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, মাল্টি-ইউজার রোল, সুপার অ্যাডমিন, অ্যাডমিন, এজেন্ট, ডিস্ট্রিবিউটর, কাস্টমার ও অ্যাকাউন্টস প্যানেলসহ একটি সম্পূর্ণ সিস্টেম তৈরি করে দিই, যাতে আপনি ব্যবসার গ্রোথের দিকে ফোকাস করতে পারেন, সফটওয়্যার নিয়ে নয়।