MLM Binary Plan হচ্ছে এমন একটি সহজ এবং জনপ্রিয় প্ল্যান, যেটা খুব দ্রুত বোঝা ও বাস্তবায়ন করা যায়। আমরা যে বাইনারি প্ল্যান দিই, তা এমনভাবে ডিজাইন করা হয় যেন ডিস্ট্রিবিউটর খুব সহজে নিজের টার্গেটের সাথে প্ল্যানকে মিলিয়ে নিতে পারে এবং দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে। আমাদের Binary Plan ব্যবহার করে আপনি আপনার টিম গঠন, লেফট-রাইট ব্যালেন্সিং এবং ইনকাম টার্গেট খুব সহজে অর্জন করতে পারবেন।
MLM Binary Plan মূলত একটি Binary Tree স্ট্রাকচারের উপর ভিত্তি করে, যেখানে প্রতিটি সদস্যের নিচে সর্বোচ্চ দুইজন থাকতে পারে—একজন Left সাইডে এবং অন্যজন Right সাইডে। সাধারণত একটি সাইডকে Power Leg এবং অন্যটিকে Profit Leg বলা হয়। Binary Plan-এ Matching Pair বা লেফট-রাইট ব্যালেন্সের উপর ভিত্তি করে ইনকাম ক্যালকুলেশন হয়। সঠিক সফটওয়্যার থাকলে এই হিসাবগুলো সম্পূর্ণ অটোমেটেডভাবে, কোনো ঝামেলা ছাড়া চলতে থাকে।
বর্তমান এমএলএম ইন্ডাস্ট্রিতে Binary Plan ভিত্তিক গ্রোথ প্ল্যান, ডেইলি ইনকাম সিস্টেম এবং অনেক ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি (যেমন Bitcoin ইত্যাদি) ইন্টিগ্রেটেড বাইনারি প্ল্যান বেশ জনপ্রিয়। বেশিরভাগ MLM লিডার তাদের টিমের দ্রুত গ্রোথ, সহজ বোঝার মত স্ট্রাকচার এবং নিয়মিত ইনকামের সুবিধার জন্য Binary Plan পছন্দ করেন।
আমরা আপনাকে Binary Plan সম্পর্কে ফ্রি ডেমো, সফটওয়্যারের ভেতরের বিভিন্ন ফিচার, পেয়ার ম্যাচিং, ইনকাম রিপোর্ট, লেভেল ও র্যাঙ্ক সিস্টেমসহ সবকিছু পরিষ্কারভাবে বুঝিয়ে দিই, যেন আপনি আপনার কোম্পানির জন্য সর্বোচ্চ প্রফিটেবল ও স্কেলেবল প্ল্যান নির্বাচন করতে পারেন।
আমাদের রয়েছে হাইলি এক্সপার্ট টেকনিক্যাল টিম, যারা আপনার ব্যবসার ধরন অনুযায়ী Binary Plan কাস্টমাইজ করে দেবে এবং একটি ফ্রেন্ডলি ও প্রফেশনাল সফটওয়্যার এনভায়রনমেন্ট তৈরি করতে আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে।