MLM সফটওয়্যার সম্পর্কে ধারণা

MLM সফটওয়্যার ব্যাখ্যা

MLM (Multi Level Marketing) বা নেটওয়ার্ক মার্কেটিং হলো এমন এক ধরনের ব্যবসা মডেল, যেখানে পণ্য/সেবা বিক্রির পাশাপাশি নতুন সদস্য সংযোগের মাধ্যমে আয় করা যায়। ব্যবসা বড় হওয়ার সাথে সাথে সদস্য, স্পনসর, কমিশন, বোনাস, লেভেল, জেনারেশন—সবকিছুর হিসাব ম্যানুয়ালি রাখাটা প্রায় অসম্ভব হয়ে যায়। এখানেই দরকার হয় একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য MLM সফটওয়্যার এর।

MLM Software (৯৯MLM) মূলত এমন একটি ওয়েব ভিত্তিক সফটওয়্যার সল্যুশন, যার মাধ্যমে আপনি আপনার পুরো MLM ব্যবসাকে অনলাইনে নিয়ে আসতে পারেন। সদস্য রেজিস্ট্রেশন, ইনকাম ক্যালকুলেশন, পণ্য বিক্রি, রিপারচেজ, ওয়ালেট/উইথড্র, স্টেটমেন্ট, রিপোর্ট—সবকিছু এক জায়গা থেকেই অটোমেশনের মাধ্যমে ম্যানেজ করা যায়।

আমাদের নিরাপদ, নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব অনলাইন MLM সফটওয়্যার এর মাধ্যমে আপনি খুব সহজে:

  • প্রতিটি সদস্য ও স্পনসরের ডিটেইলস ট্র্যাক করতে পারবেন
  • বাইনারি, ইউনিলেভেল, ম্যাট্রিক্স, জেনারেশনসহ বিভিন্ন প্ল্যানের কমিশন অটো ক্যালকুলেট করতে পারবেন
  • বিভিন্ন ধরনের সেলস, ইনকাম, টিম গ্রোথ ও অ্যানালাইটিক্যাল রিপোর্ট জেনারেট করতে পারবেন
  • হায়ারারকিক্যাল (ট্রি/জেনারেশন) ভিউতে পুরো নেটওয়ার্ক দেখতে পারবেন

ওয়েব ভিত্তিক হওয়ার কারণে MLM Software আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে, কম্পিউটার বা মোবাইল ব্রাউজার ব্যবহার করে ম্যানেজ করতে পারবেন। অ্যাডমিন প্যানেল থেকে আপনি:

  • সদস্য অনুমোদন, ব্লক/একটিভেশন, টপ-আপ, রিওয়ার্ড, বোনাস ইত্যাদি কন্ট্রোল করতে পারবেন
  • প্যাকেজ/প্রোডাক্ট, কমিশন রুলস, বোনাস স্ট্রাকচার, লেভেল ও জেনারেশন সেট করতে পারবেন
  • ই-পিন, ই-ওয়ালেট, উইথড্র রিকোয়েস্ট, ব্যাংক/মোবাইল ব্যাংকিং ইনফো ম্যানেজ করতে পারবেন
  • রিপোর্ট, ট্রানজ্যাকশন হিস্টোরি ও অডিট ট্রেইল দেখে সিদ্ধান্ত নিতে পারবেন

অন্যদিকে, মেম্বার/কাস্টমার প্যানেল থেকে প্রতিটি ডিস্ট্রিবিউটর বা সদস্য:

  • নিজের প্রোফাইল, টিম, স্পনসর ও ডাউনলাইন তথ্য দেখতে পারবেন
  • ইনকাম, কমিশন, বোনাস, উইথড্র হিস্টোরি ও ব্যালেন্স চেক করতে পারবেন
  • অনলাইন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট/টপ-আপ করতে পারবেন (যদি ইন্টিগ্রেট করা থাকে)
  • রিপারচেজ বা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন (E-commerce ইন্টিগ্রেট থাকলে)

সংক্ষেপে, একটি ভালো MLM সফটওয়্যার হল আপনার পুরো নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার ডিজিটাল ব্যাকবোন। সঠিকভাবে পরিকল্পনা করে, আইনসম্মত কাঠামো বজায় রেখে, একটি প্রফেশনাল সফটওয়্যারের মাধ্যমে কাজ করলে আপনার MLM কোম্পানিকে দীর্ঘমেয়াদে টেকসই ও প্রফিটেবল করা অনেক সহজ হয়ে যায়।

Run a smarter retail with MLM software

MLM Software makes it easier than ever to start & grow your business. Use MLM to sell your products in-store, at pop-up stores, markets and even online. The best part is that with all sales channels combined, your data is centrally located, inventory updates are in real-time and order processes remain consistent