MLM (Multi-level Marketing) হচ্ছে এমন একটি মার্কেটিং স্ট্র্যাটেজি, যেখানে একজন ডিস্ট্রিবিউটর শুধু নিজের বিক্রির জন্যই নয়,
তার দ্বারা বা তার টিমের মাধ্যমে যেসব নতুন সদস্য নেটওয়ার্কে যুক্ত হয় এবং প্রোডাক্ট সেল করে—সেই বিক্রির উপরও কমিশন বা ইনকাম পায়।
সাধারণ ব্যবসাতে কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট প্রমোট করে টিভি, পত্রিকা, বিলবোর্ড, অনলাইন অ্যাড ইত্যাদির মাধ্যমে। কিন্তু এমএলএম ব্যবসায়
প্রধান শক্তি হলো word-of-mouth marketing — মানে একজন সন্তুষ্ট গ্রাহক বা ডিস্ট্রিবিউটর অন্যকে নিজে পরিচয় করিয়ে দেয়, প্রোডাক্ট
ব্যবহার করায় এবং নেটওয়ার্কে নিয়ে আসে।
বাংলাদেশে বর্তমানে অনেক এমএলএম ও নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কাজ করছে, যারা বৈধ প্রোডাক্ট, সঠিক প্ল্যান এবং ডিজিটাল সিস্টেমের মাধ্যমে
নিজেদের ব্যবসা দ্রুত বড় করছে। সঠিক সফটওয়্যার ও স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনা থাকলে এমএলএম ব্যবসা খুব সুন্দরভাবে গ্রো করতে পারে এবং দীর্ঘমেয়াদে
স্থিতিশীল আয়ের একটি উৎস তৈরি করতে পারে।
বাংলাদেশে এমএলএম ব্যবসার জন্য সরকার বিভিন্ন সময়ে গাইডলাইন, নীতিমালা ও নিয়ন্ত্রণমূলক নির্দেশনা দিয়েছে, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হয়
এবং বৈধভাবে যারা ব্যবসা করতে চায় তারা একটি পরিষ্কার কাঠামোর মধ্যে থাকতে পারে। সঠিকভাবে প্রোডাক্ট-ভিত্তিক এমএলএম, ট্যাক্স, লাইসেন্স এবং
কাস্টমার রাইটস ফলো করলে এই সেক্টরে বিশাল সম্ভাবনা তৈরি হয়।
mlm-software-bd.com বাংলাদেশে এমএলএম কোম্পানিগুলোর জন্য প্ল্যান কনসালটেন্সি এবং বিভিন্ন ধরনের MLM Software ডেভেলপমেন্ট সেবা
প্রদান করে থাকে। Binary, Matrix, Board, Unilevel, Monolineসহ প্রায় সব ধরনের এমএলএম প্ল্যানের জন্য আমরা কাস্টমাইজড সফটওয়্যার সল্যুশন
দিই, যাতে আপনার কোম্পানির সম্পূর্ণ নেটওয়ার্ক, কমিশন, পেআউট, রিপোর্টিং এবং ইউজার ম্যানেজমেন্ট এক জায়গা থেকেই অটোমেটেডভাবে পরিচালনা করা যায়।