MLM Software Bangladesh ওয়েবসাইটে প্রদর্শিত সকল কনটেন্ট, ছবি ও ভিডিও শুধুমাত্র
ভিজিটর এবং ক্লায়েন্টদের আমাদের MLM Software ডেভেলপমেন্ট ও প্ল্যান কনসালটেন্সি
সার্ভিস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
MLM Software Bangladesh হলো 99Software-এর মালিকানাধীন ব্র্যান্ড,
যারা mlmsoftwarezindia.com পরিচালনা করে।
এই ওয়েবসাইটের যেকোনো কনটেন্ট শুধু তথ্য জানার উদ্দেশ্যে দেখার অনুমতি রয়েছে।
আমাদের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট বাণিজ্যিক কাজে ব্যবহার, পুনঃপ্রকাশ, পুনঃবিতরণ বা অন্য
কোনো মাধ্যমে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
ওয়েবসাইট ব্যবহার করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে নিচের শর্তসমূহে সম্মতি প্রদান করছেন।
-
এই ওয়েবসাইটের কনটেন্ট, ছবি এবং ভিডিওসমূহ আমাদের নিজস্ব সম্পত্তি। এগুলো পরিবর্তন বা
ব্যক্তিগত/বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না।
-
MLM Software Bangladesh শুধুমাত্র তাদের জন্য MLM Software এবং আইটি সার্ভিস
প্রদান করে যারা নিজেদের MLM ব্যবসা শুরু করতে চান।
ডেমো সফটওয়্যার শুধুমাত্র ফিচার, পারফরম্যান্স এবং লেআউট দেখার জন্য দেওয়া হয়।
কোনো ডেমো সফটওয়্যারে অবৈধভাবে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা সম্পূর্ণ নিষিদ্ধ।
-
ডেমো বা ডাউনলোডের জন্য প্রদত্ত সফটওয়্যারসমূহ কপিরাইটের আওতায় সুরক্ষিত।
আপনি ফিচার দেখার জন্য সফটওয়্যার ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনোভাবেই কপি, বিক্রি,
পুনঃবিতরণ বা অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবেন না।
সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য লাইসেন্স টার্ম মানতে হবে।
-
অন্যথায় উল্লেখ না থাকলে, এই ওয়েবসাইটটি আমাদের প্রধান কার্যালয় (ঢাকা, বাংলাদেশ) থেকে
পরিচালিত হয়।
ওয়েবসাইট সম্পর্কিত কোনো আইনি বিষয়ে প্রয়োজন হলে তা বাংলাদেশের উপযুক্ত আদালতের
অধিক্ষেত্রে নিষ্পত্তি হবে।
-
আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য জমা দিলে,
সেগুলো SSL ও এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত রাখা হবে।
-
আমাদের প্রাইভেসি পলিসি সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে। কোনো পরিবর্তনের জন্য পূর্বে
নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা নেই।