সিকিউরিটি ফার্স্ট (Security First)

MLM Software BD সবসময় “Security First” নীতিতে কাজ করে। আমরা আইটি সিকিউরিটি সফটওয়্যার, ফায়ারওয়াল, এক্সেস কন্ট্রোল এবং মনিটরিং সিস্টেম ব্যবহার করি যেন আপনার এমএলএম প্ল্যাটফর্মে কোনো অননুমোদিত অ্যাক্সেস না হতে পারে। সিস্টেমে একদিকে পাবলিক ভিজিটর থাকে, অন্যদিকে কাস্টমার, ডিস্ট্রিবিউটর এবং অ্যাডমিনদের জন্য আলাদা সিকিউরড এরিয়া থাকে – যেখানে সবাই শুধু নিজের অথরাইজড কাজটাই নিরাপদভাবে করতে পারে।

ডাটা এনক্রিপশন (Data Encryption)

আপনার এমএলএম ব্যবসার ডাটা আমাদের কাছে এনক্রিপটেড ফরম্যাটে সংরক্ষিত থাকে। পাসওয়ার্ড, সেনসিটিভ ইনফরমেশন এবং ফাইন্যান্সিয়াল ডাটা স্ট্রং এনক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করে হ্যাশ/এনক্রিপট করা হয়, যাতে সার্ভারে সরাসরি অ্যাক্সেস পাওয়া গেলেও আসল ডাটা রিড করা না যায়। ডাটাবেস এবং অ্যাপ্লিকেশন লেভেলে আলাদা সিকিউরিটি লেয়ার থাকার কারণে আপনার নেটওয়ার্ক, কমিশন ডিটেইলস এবং মেম্বার ইনফো সবসময় প্রটেক্টেড থাকে।

ইউজার নেম ও পাসওয়ার্ড (User Name & Password)

প্রত্যেক মেম্বার, ডিস্ট্রিবিউটর এবং অ্যাডমিনের জন্য একটি করে ইউনিক ইউজারনেম ও সিকিউর পাসওয়ার্ড ব্যবহার করা হয়। দুইজন ইউজারের ইউজারনেম কখনই এক হতে পারে না। কেউ পাসওয়ার্ড ভুলে গেলে সিস্টেম থেকে সিকিউর পাসওয়ার্ড রিসেট অপশন দেওয়া হয়, যেখানে ইমেইল/ওটিপি কনফার্মেশন ছাড়া কোনো পরিবর্তন হয় না। এর ফলে শুধুমাত্র প্রকৃত ইউজারই তার একাউন্টে পুনরায় প্রবেশ করতে পারে।

অটো একাউন্ট লক (Auto Account Lock)

একজন ইউজার যদি বারবার ভুল পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করেন, তাহলে সিকিউরিটি রুল অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ব্যর্থ চেষ্টার পর একাউন্ট অটো লক হয়ে যায়। এতে ব্রুট–ফোর্স বা পাসওয়ার্ড গেস করার মাধ্যমে একাউন্ট হ্যাক করার চেষ্টা ব্যর্থ হয়। অ্যাকাউন্ট আনলক করতে হলে সিকিউর ভেরিফিকেশন প্রোসেস (ইমেইল/ওটিপি/অ্যাডমিন অনুমতি) অনুসরণ করতে হয়।

এসএসএল এনক্রিপশন (SSL Encryption)

SSL (Secure Socket Layer) ব্যবহার করে লগইন, রেজিস্ট্রেশন, পেমেন্ট, ই–ওয়ালেট, প্রোফাইল আপডেটসহ সবগুলো সেনসিটিভ পেজে HTTPS এনক্রিপটেড কানেকশন নিশ্চিত করা হয়। ব্রাউজার ও সার্ভারের মাঝখানের ডাটা ট্রাফিক এনক্রিপটেড থাকায় ম্যান–ইন–দ্য–মিডল বা প্যাকেট স্নিফিংয়ের মাধ্যমে ডাটা চুরি করা বাস্তবিক অর্থেই খুব কঠিন হয়ে যায়। এর ফলে আপনার ইউজারদের লগইন ডিটেইলস, ট্রানজ্যাকশন এবং ব্যক্তিগত তথ্য সবসময় নিরাপদ থাকে।