Our Satisfied Clients

Accuracy • Transparency • Fast Support • Clean Dashboard • Long-Term Partnership

Reliable Delivery Secure Modules Responsive Support Growth Ready

স্যাটিসফ্যাকশন মানে শুধু সফটওয়্যার নয়—বিশ্বাস

MLM সফটওয়্যার সফল হয় তখনই, যখন মেম্বার/ডিস্ট্রিবিউটররা তাদের ড্যাশবোর্ডে ইনকাম, টিম গ্রোথ, রিপোর্ট এবং ট্রান্স্যাকশন সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারে। তাই আমরা “Client Satisfaction” কে শুধু একটি কথা হিসেবে নেই না—আমরা এটাকে করি measurable process। সঠিক কমিশন ক্যালকুলেশন, ট্রান্সপারেন্ট রিপোর্টিং, নিরাপদ workflow এবং দ্রুত সাপোর্ট—এই চারটি পিলারেই আমাদের কাজের স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে আছে।

Client Satisfaction - MLM Software

Satisfaction Standards (We Deliver Every Time)

Calculation Accuracy
100%

কমিশন/বোনাস ক্যালকুলেশন নির্ভুল রাখতে rule-based logic এবং validation ব্যবহার করা হয়।

Transparency
Clear

রিপোর্ট, লেজার, payout history—সবকিছু user-friendly ভাবে দেখা যায়।

Security
Strong

Role-based access, logs, verification steps—business control শক্ত থাকে।

Support
Fast

Issue resolution, guidance এবং update support—অপারেশন থেমে যেতে দেয় না।

Support and Delivery Process

আমাদের ডেলিভারি ও সাপোর্ট প্রোসেস

একটি MLM প্রোজেক্টে কেবল কোড ডেলিভার করলেই হয় না—ভালো ফল আসে তখনই, যখন ডেপ্লয়মেন্ট, কনফিগারেশন, প্ল্যান সেটিংস এবং রিপোর্টিং ঠিকমতো দাঁড়ায়। তাই আমরা কাজ করি একটি নির্দিষ্ট প্রোসেসে।

  • Business flow analysis এবং plan mapping
  • Dashboard/report layout optimisation (member + admin)
  • Security, role permission এবং audit log setup
  • Testing + error handling + performance tuning
  • Go-live support এবং প্রয়োজন অনুযায়ী improvement

ক্লায়েন্টরা কেন আমাদের সাথে থাকে

একটি MLM কোম্পানির সবচেয়ে বড় শক্তি হলো—ডিস্ট্রিবিউটরদের বিশ্বাস। যখন সফটওয়্যারে হিসাব পরিষ্কার থাকে, payout workflow ট্রেসেবল থাকে এবং সাপোর্ট দ্রুত পাওয়া যায়— তখন ডিস্ট্রিবিউটররা কাজ করতে “মোটিভেটেড” থাকে।

  • ড্যাশবোর্ডে team growth ও income স্পষ্ট দেখা যায়
  • রিপোর্টিং structure decision making সহজ করে
  • পেআউট/ট্রান্সফার policy ভিত্তিক হওয়ায় ঝুঁকি কমে
  • সিস্টেম future-ready—module add করা সহজ

MLM Software-তে আমাদের লক্ষ্য—আপনার সফটওয়্যারকে এমনভাবে দাঁড় করানো, যাতে আপনার টিম ড্যাশবোর্ড দেখে “বিশ্বাস” পায় এবং আপনার ম্যানেজমেন্ট সহজে সিদ্ধান্ত নিতে পারে। সফটওয়্যার ডেলিভারির পরও আমরা পাশে থাকি—কারণ আমরা আপনাকে কাস্টমার নয়, পার্টনার হিসেবে দেখি।

আপনার MLM প্রোজেক্টে Trusted Delivery দরকার?

আপনার প্ল্যান, রিপোর্টিং ও অপারেশন অনুযায়ী একটি পরিষ্কার, নিরাপদ এবং সাপোর্টেড সিস্টেম তৈরি করা হবে।

Contact Us