Accuracy • Transparency • Fast Support • Clean Dashboard • Long-Term Partnership
MLM সফটওয়্যার সফল হয় তখনই, যখন মেম্বার/ডিস্ট্রিবিউটররা তাদের ড্যাশবোর্ডে ইনকাম, টিম গ্রোথ, রিপোর্ট এবং ট্রান্স্যাকশন সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারে। তাই আমরা “Client Satisfaction” কে শুধু একটি কথা হিসেবে নেই না—আমরা এটাকে করি measurable process। সঠিক কমিশন ক্যালকুলেশন, ট্রান্সপারেন্ট রিপোর্টিং, নিরাপদ workflow এবং দ্রুত সাপোর্ট—এই চারটি পিলারেই আমাদের কাজের স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে আছে।
কমিশন/বোনাস ক্যালকুলেশন নির্ভুল রাখতে rule-based logic এবং validation ব্যবহার করা হয়।
রিপোর্ট, লেজার, payout history—সবকিছু user-friendly ভাবে দেখা যায়।
Role-based access, logs, verification steps—business control শক্ত থাকে।
Issue resolution, guidance এবং update support—অপারেশন থেমে যেতে দেয় না।
একটি MLM প্রোজেক্টে কেবল কোড ডেলিভার করলেই হয় না—ভালো ফল আসে তখনই, যখন ডেপ্লয়মেন্ট, কনফিগারেশন, প্ল্যান সেটিংস এবং রিপোর্টিং ঠিকমতো দাঁড়ায়। তাই আমরা কাজ করি একটি নির্দিষ্ট প্রোসেসে।
একটি MLM কোম্পানির সবচেয়ে বড় শক্তি হলো—ডিস্ট্রিবিউটরদের বিশ্বাস। যখন সফটওয়্যারে হিসাব পরিষ্কার থাকে, payout workflow ট্রেসেবল থাকে এবং সাপোর্ট দ্রুত পাওয়া যায়— তখন ডিস্ট্রিবিউটররা কাজ করতে “মোটিভেটেড” থাকে।
MLM Software-তে আমাদের লক্ষ্য—আপনার সফটওয়্যারকে এমনভাবে দাঁড় করানো, যাতে আপনার টিম ড্যাশবোর্ড দেখে “বিশ্বাস” পায় এবং আপনার ম্যানেজমেন্ট সহজে সিদ্ধান্ত নিতে পারে। সফটওয়্যার ডেলিভারির পরও আমরা পাশে থাকি—কারণ আমরা আপনাকে কাস্টমার নয়, পার্টনার হিসেবে দেখি।
আপনার প্ল্যান, রিপোর্টিং ও অপারেশন অনুযায়ী একটি পরিষ্কার, নিরাপদ এবং সাপোর্টেড সিস্টেম তৈরি করা হবে।
Contact Us