Hybrid Plan

Hybrid MLM Plan

Hybrid MLM Plan হলো দুই বা ততোধিক MLM প্ল্যানের সমন্বিত একটি পরিকল্পনা। সবচেয়ে জনপ্রিয় কম্বিনেশন হলো Binary Plan + Unilevel Plan—এবং এটি প্রতিষ্ঠান বা কোম্পানির প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যায়। এই প্ল্যানে সাধারণত “সেলস লিডার” নির্দিষ্টভাবে থাকে না। Hybrid MLM Software এখন MLM ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয়, কারণ এটি ব্যবসাকে দ্রুত বড় করার পাশাপাশি আয়ের বিভিন্ন উৎস তৈরি করে।

How Hybrid Works

Hybrid MLM Plan কীভাবে কাজ করে

সাধারণভাবে Hybrid MLM প্ল্যান দুইটি প্ল্যানকে একত্রে ব্যবহার করে। যেমন: Binary + Unilevel Plan। Hybrid প্ল্যানের স্ট্রাকচার Binary-এর মতোই — অর্থাৎ Left Leg এবং Right Leg থাকে। যেখানে Spillover হলে নতুন ডাউনলাইনকে কম লোডযুক্ত বা খালি লেগে বসানো হয়। এখন Unilevel কোথায় যুক্ত হলো? Binary স্ট্রাকচারে একজন সদস্যের যেসব সরাসরি রিক্রুট থাকে, Unilevel প্ল্যান অনুযায়ী তারা সদস্যটির First Level Downline হিসেবে গণ্য হয়। এইভাবে টিম দ্রুত বড় হয় এবং প্রত্যেক সদস্য টিম বিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Advantages

Hybrid MLM Plan-এর সুবিধাসমূহ

বর্তমানে MLM ইন্ডাস্ট্রির ক্ষতিপূরণ প্ল্যানগুলোর মধ্যে Hybrid Binary Compensation Plan সবচেয়ে কার্যকর এবং লাভজনক। এই প্ল্যানে Binary + Unilevel দুই ধরনের আয়ের সুবিধা পাওয়া যায়। Binary প্ল্যানে নতুন সদস্য Left/Right লেগে পর্যায়ক্রমে যুক্ত হয়—এতে টিম স্ট্রাকচার সুষম থাকে। বড় সুবিধা হলো, ডাউনলাইনদের বিক্রয় থেকে শুধু তারা নয়—আপলাইনও সুবিধা পান। Unilevel অংশ যুক্ত হওয়ার ফলে Matching Bonus, Generation Income-এর মতো অতিরিক্ত বোনাস পাওয়া যায়। এটি উদ্যোক্তাদের জন্য অত্যন্ত লাভজনক এবং MLM ব্যবসাকে দ্রুত বৃহৎ আকারে নিয়ে যেতে সহায়তা করে।