Activation Payment • Wallet Top-Up • Online Checkout • Controlled Payout Flow
এমএলএম ব্যবসায় পেমেন্ট কেবল টাকা নেওয়া নয়—এটা হলো পুরো অপারেশনকে স্বচ্ছ রাখা। আমাদের Payment Gateway ইন্টিগ্রেশন দিয়ে আপনি activation/subscription fee, product purchase, wallet top-up এবং service payment নিরাপদভাবে গ্রহণ করতে পারবেন। সিস্টেমে পেমেন্ট স্ট্যাটাস, রিসিট ট্র্যাকিং এবং role-based কন্ট্রোল থাকায় ব্যবসার নিয়ন্ত্রণ শক্ত থাকে।
ই-কমার্স থাকলে checkout-এর সময় কার্ড/অনলাইন পেমেন্ট নিয়ে অর্ডার কনফার্ম করা যায় এবং অটো স্ট্যাটাস আপডেট হয়।
মেম্বার অ্যাক্টিভেশন বা প্যাকেজ আপগ্রেড পেমেন্টের সাথে সাথে অ্যাকাউন্ট স্ট্যাটাস আপডেট করে workflow চালানো যায়।
মেম্বাররা wallet top-up করতে পারে এবং সেই ব্যালেন্স দিয়ে পণ্য/সার্ভিস পেমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করতে পারে।
কমিশন/ইনকাম payout দেওয়ার ক্ষেত্রে business policy বজায় রাখা সবচেয়ে জরুরি। তাই payout workflow-এ আপনি threshold, verification, approval step এবং payout schedule অনুযায়ী কন্ট্রোল রাখতে পারবেন। ফলে payout প্রসেস হয় নিয়ম মেনে, এবং finance oversight থাকে পরিষ্কার।
মেম্বার payout request করে এবং প্রয়োজনীয় তথ্য জমা দেয়।
Policy অনুযায়ী যাচাই ও রুল চেক সম্পন্ন হয়।
Authorized team approve করলে payout queue তৈরি হয়।
Payout complete হলে ledger ও রিপোর্ট আপডেট হয়।
আপনার business flow অনুযায়ী payment gateway, wallet ও payout control সেটআপ করে দেওয়া হবে।
Contact Now