MLM সফটওয়্যারের E-wallet মূলত একটি ডিজিটাল ভল্ট বা ভার্চুয়াল অ্যাকাউন্ট, যেখানে সদস্যদের ই-মনি সংরক্ষিত থাকে এবং প্রতিবার তথ্য না দিয়েই দ্রুত ও নিরাপদভাবে লেনদেন সম্পন্ন করা যায়।
E-money বা ডিজিটাল কারেন্সি ব্যাংকিং সিস্টেমে থাকে—সরাসরি হাতে থাকে না। MLM সফটওয়্যারে এই E-wallet সদস্যদের জন্য সম্পূর্ণ অনলাইন লেনদেন, শপিং, ফান্ড ট্রান্সফার ও অন্যান্য পেমেন্টকে সহজ করে তোলে।