Member Dashboard • Admin Control • Earnings • Reports • Network Management
একটি MLM ব্যবসায় Back Office হলো পুরো সিস্টেমের কেন্দ্রবিন্দু। MLM Software-এর Back Office এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে একজন নতুন মেম্বার থেকে শুরু করে অভিজ্ঞ অ্যাডমিন—সবাই এক নজরে নিজের প্রয়োজনীয় তথ্য বুঝতে পারে। ড্যাশবোর্ডে আয়, কমিশন, টিম গ্রোথ, রিপোর্ট এবং নোটিফিকেশন আলাদা আলাদা সেকশনে সাজানো থাকে।
মেম্বাররা নিজের প্রোফাইল, ইনকাম, ওয়ালেট, ডাউনলাইন, র্যাঙ্ক ও রিপোর্ট সহজেই দেখতে পারে।
অ্যাডমিন প্যানেল থেকে মেম্বার ম্যানেজমেন্ট, কমিশন সেটআপ, রিপোর্ট ও সিস্টেম কন্ট্রোল করা যায়।
Role-based access, secure login এবং activity control এর মাধ্যমে Back Office নিরাপদ থাকে।
Back Office থেকে মেম্বাররা নিজেদের নেটওয়ার্ক স্ট্রাকচার, ডাউনলাইন গ্রোথ এবং পারফরম্যান্স রিপোর্ট দেখতে পারে। অ্যাডমিনরা পুরো কোম্পানির রিপোর্ট, KPI এবং টপ পারফর্মার ট্র্যাক করতে পারে। মেসেজিং ও নোটিফিকেশন সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেট দ্রুত পৌঁছে দেওয়া যায়।
আপনার MLM প্ল্যান, কমিশন রুলস এবং অপারেশন অনুযায়ী আমরা একটি কাস্টমাইজড Back Office সিস্টেম তৈরি করে দিতে পারি।
Contact Now